ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১

হরতালের সমর্থনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

জাবি সংবাদদাতা :

প্রকাশিত : ০২:৫২ পিএম, ৭ জুলাই ২০১৯ রবিবার

গ্যাসের মূল্য বৃদ্ধি ও ঘোষিত বাজেটের প্রতিবাদে সারাদেশে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতালের সমর্থনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

রোববার ভোর ৬টা থেকে প্রগতিশীল ছাত্র জোটের নেতা কর্মীরা দুই দফায় মহাসড়ক অবরোধ করে হরতাল কর্মসূচি পালন করছেন।

প্রথম দফায় সকাল ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত অবরোধ কর্মসূচী পালন শেষে হরতালের সমর্থনে একটি মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। পরবর্তীতে আবারও সকাল পৌনে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত মহাসড়কে অবস্থান করেন তারা। অবরোধের ফলে ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

পরবর্তীতে সকাল সাড়ে দশটায় ঘটনাস্থলে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন উপস্থিত হয়ে অনুরোধ করলে অবরোধকারীরা অবরোধ থেকে সরে আসেন।

এ সময় ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম অনিক বলেন, ‘সরকার অযৌক্তিকভাবে গ্যাসের দাম বাড়িয়েছে। গ্যাসের দাম বাড়লে বিদ্যুতের দামও বাড়বে। পরিবহন ভাড়া বাড়বে, কল-কারখানার উৎপাদন খরচও বাড়বে। অবিলম্বে গ্যাসের দাম কমাতে হবে।’

প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে ছাত্র ইউনিয়ন জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি নজির আমিন চৌধুরী জয়, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সভাপতি সুস্মতা মরিয়ম, সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সভাপতি মাহাথির মোহাম্মদসহ প্রায় শতাধিক নেতাকর্মী হরতালের সমর্থনে মহাসড়কে অবস্থান নেন।

এমএস/