গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ
রাবি সংবাদদাতা :
প্রকাশিত : ০৩:৩৫ পিএম, ৭ জুলাই ২০১৯ রবিবার
গ্যাসের দাম বৃদ্ধি ও ঘোষিত বাজেটের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হরতাল পালিত হয়েছে। দেশব্যাপী অর্ধদিবস হরতালের সঙ্গে সংগতি রেখে বিশ্ববিদ্যালয়টিতে রোববার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালন করে বাম গণতান্ত্রিক জোটের শিক্ষার্থীরা।
জানা যায়, সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের সকল বাস বন্ধ ছিল। এতে ভোগান্তিতে পড়েন শিক্ষক-শিক্ষার্থীরা। হরতালের সমর্থনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা। সমাবেশ থেকে গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারসহ এ খাতে ভর্তুকি প্রদানের দাবি জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতানন্তিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ্যালয় শাখার শতাধিক নেতা-কর্মী।
এমএস/