বরিশাল নার্সিং কলেজ
চার দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ শিক্ষার্থীদের
বরিশাল প্রতিনিধি :
প্রকাশিত : ০৩:৪২ পিএম, ৭ জুলাই ২০১৯ রবিবার | আপডেট: ০৩:৪৩ পিএম, ৭ জুলাই ২০১৯ রবিবার
নার্সিং পেশায় স্বতন্ত্র পেশাগত ক্যাডার সার্ভিস (বিসিএস সেবা) চালু করাসহ চার দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ করেছেন বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা। রোববার ২য় দিনের মতো ক্লাস-পরীক্ষা ও পেশাগত দায়িত্ব বর্জন করে বিক্ষোভ করেন কলেজের শিক্ষার্থীরা।
জানা যায়, বর্তমানে নার্সিং শিক্ষার্থীদের ৬ হাজার ইন্টার্ন ভাতা দেওয়া হচ্ছে। এই ভাতা বাড়িয়ে ২০ হাজার টাকায় উন্নিত করা, স্টাইপেন্ড ২ হাজার টাকা থেকে ৫ হাজার টাকায়, সকল নার্সিং কলেজের জন্য ক্লিনিক্যাল প্রাকটিস নার্স পদ সৃষ্টি ও পূরণ করা এবং নতুন পাঠ্যক্রম সংশোধন না করা পর্যন্ত পুরাতন পাঠ্যক্রম বহাল রাখার দাবি জানান আন্দোলনকারীরা।
এমএস/