রোহিঙ্গাদের অবশ্যই ফেরত নিতে হবে: মালয়েশিয়ান পররাষ্ট্রমন্ত্রী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:১৮ পিএম, ৭ জুলাই ২০১৯ রবিবার | আপডেট: ১১:৩৯ পিএম, ৭ জুলাই ২০১৯ রবিবার
নির্যাতনের মুখে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মিয়ানমার সরকারকে অবশ্যই ফেরত নিতে হবে বলে হুশিয়ারি দিয়েছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো সাইফুদ্দিন বিন আব্দুল্লাহ।
তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে আশিয়ান জোর প্রচেষ্টা চালাচ্ছে। দ্রুত সময়ে ও নিরাপদে তাদের প্রত্যাবাসন করতে হবে। দেশটির সরকারকে তাদের নিরাপদ জীবনের নিশ্চয়তা দিতে হবে বলেও জানান তিনি।
রোববার বিকাল সাড়ে ৩টার দিকে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুলে মোমেনের আমন্ত্রণে গতকাল শনিবার (৬ জুলাই) তিন দিনের সফরে বাংলাদেশে আসেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো সাইফুদ্দিন বিন আব্দুল্লাহ।
এ সময় মালয়েশিয়ান পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা স্পষ্ট বুঝতে পারছি, দেশটিতে অসংখ্য রোহিঙ্গাদের উপর ব্যাপক-জুলুম নির্যাতন চালিয়েছে দেশটির সরকার। যার কারণে ১০ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। যা জাতিগত নিধন ছাড়া কিছুই নয়-যোগ করেন তিনি।
তিনি বলেন, এমন পরিস্থিতিতে মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয়ার পাশাপাশি স্বাধীনভাবে চলার সুযোগ দিতে হবে।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজারে পৌঁছে উখিয়ার টিএনটির পাশে রোহিঙ্গাদের জন্য মালয়েশিয়া সরকারের দেওয়া ফিল্ড হসপিটাল পরিদর্শন করেন মালয়েশিয়ান পররাষ্ট্রমন্ত্রী।
পরে সেখান থেকে উখিয়ার বালুখালী ও থাইংখালীস্থ জামতলী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে রোহিঙ্গাদের জন্য মালয়েশিয়ার সরকারের অনুদানে গড়ে ওঠা ত্রাণকেন্দ্র, স্কুলসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। পরে ওই ক্যাম্পে কিছু রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুদের সঙ্গে কথা বলে ঢাকায় ফেরেন।
এসি