ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১

রিফাত হত্যা: উদ্ধার হয়েছে সেই রামদা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৫১ পিএম, ৮ জুলাই ২০১৯ সোমবার

বরগুনায় স্ত্রীর সামনে স্বামী শাহ নেওয়াজ রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় ব্যবহৃত রামদা উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বরগুনা সরকারি কলেজ ক্যান্টিনের পূর্ব পাশের একটি ডোবা থেকে রামদাটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ওই রামদা দিয়ে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও বরগুনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির। তিনি বলেন, রিফাত ফরাজীকে সঙ্গে নিয়েই তার দেখানো ওই ডোবা থেকে রামদাটি উদ্ধার করা হয়।

রিফাত হত্যাকাণ্ডের ঘটনায় রিফাত ফরাজী মামলার ২ নম্বর আসামী। ঘটনার দিন নয়ন বন্ডের সঙ্গে রামদা নিয়ে রিফাত ফরাজীকে কোপাতে দেখা যায়।

গত শনিবার (৬ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটি ভিডিও প্রকাশ পেয়েছে। যেখানে দেখা যায়, রিফাতকে টেনে হিচড়ে রাস্তায় নিয়ে গেলে দৌঁড়ে গিয়ে রামদা নিয়ে আসেন রিফাত ফরাজী। পরে নয়নের সঙ্গে কোপাতে থাকেন।

এদিকে, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে রিফাত শরীফ হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে আরিয়ান সাবা নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বাসা বরগুনার বাজার সড়কে। তার বাবার নাম ইউনুস সোহাগ। এ নিয়ে এ মামলায় ১১ জনকে গ্রেফতার করলো পুলিশ।

তদন্তকারী কর্মকর্তা বলেন, মামলার প্রধান আসামী নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এখন পর্যন্ত এজাহারভূক্ত ৩ জনসহ ৬ জন হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। বাকী ৪ জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গত ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে স্ত্রীর সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে।

তার স্ত্রী আয়শা আক্তার মিন্নি হামলাকারী সাব্বির আহমেদ নয়ন (নয়ন বন্ড) ও রিফাত ফরাজীর সঙ্গে লড়াই করেও তাদের থামাতে পারেননি। গুরুতর আহত রিফাতকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পরে এ ঘটনায় রিফাত শরীফের বাবা বাদি হয়ে ১২ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।

আই/আরকে