মোরেলগঞ্জে র্যাবের অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ আটক ২
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত : ০৮:০১ পিএম, ৮ জুলাই ২০১৯ সোমবার | আপডেট: ০৮:০১ পিএম, ৮ জুলাই ২০১৯ সোমবার
বাগেরহাটের মোরেলগঞ্জে ২৫০ পিস ইয়বাসহ দুই জনকে আটক করেছে র্যাব। সোমবার বিকেল ৪টার দিকে অভিযান চালিয়ে মোরেলগঞ্জ সদর বাজারের রহিমা মোমোরিয়াল হাসপাতাল থেকে এদেরকে আটক করে র্যাব-৬ এর সদস্যরা।
আটককৃতরা হলেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম ফরাজী (২৮) ও তার সহযোগী গোয়াইল বাড়িয়া গ্রামের লাভলু শেখের ছেলে নাইম শেখ (১৮)।
অভিযানে নেতৃত্বদানকারি র্যাব-৬ এর ক্রাইম প্রিভেনশস স্পেশালাইজড কম্পানী (সিপিএসসি) কমান্ডার মেজর শামীম সরকার বলেন, ক্রেতা সেজে র্যাবের বিশেষ টিমের সদস্যরা ইব্রাহিম ফরাজী ও নাইমকে আটক করে। তাদের নিকট থেকে র্যাব সদস্যরা ৩শ’ পিস ইয়বা কেনার জন্য সোমবার সকাল থেকেই মোরেলগঞ্জে অবস্থান করছিলেন। বিভিন্ন জায়গা ঘুরিয়ে রহিমা মেমোরিয়াল হাসপাতালের ভিতরে নিয়ে ২৫০ পিস দিতে রাজি হলে হাতে-নাতে তাদেরকে আটক করা হয়।
র্যাব সদস্যরা পরে ওই হাসপাতালের বিভিন্ন কক্ষ তল্লাসি করে বেশ কিছু ফেন্সিডিলের খালি বোতল পান। হাসপাতলটিতে দীর্ঘ দিন ধরে চিকিৎসা সেবার নামে মাদক ব্যবসা চলছে বলেও জানান র্যাব-এর ওই কর্মকর্তা।
তিনি আরও জানান, আটক ছাত্রলীগ নেতা ইব্রাহিম মোরেলগঞ্জ পৌর সদরের আ. কাদের ফরাজীর ছেলে। সে এই হাসপাতালের একজন শেয়ার হোল্ডার ও পরিচালক।
কেআই/