ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

জাবিতে আন্তঃবিভাগ ক্রিকেটে দর্শন বিভাগ চ্যাম্পিয়ন

জাবি সংবাদদাতা

প্রকাশিত : ১০:৩৩ পিএম, ৮ জুলাই ২০১৯ সোমবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্ত:বিভাগ ক্রিকেট প্রতিযোগীতার ফাইনালে সরকার ও রাজনীতি বিভাগকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দর্শন বিভাগ। সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ম্যাচে সরকার ও রাজনীতি বিভাগ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৮৪ রান। জবাবে দর্শন বিভাগ ১৯.১ ওভারে এক উইকেট হারিয়ে ১৮৫ রানের জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

দর্শন বিভাগের পক্ষে বায়েজিদ বল হাতে ২ উইকেট ও ব্যাট হাতে ৮০ রান করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। সেইসঙ্গে পুরো প্রতিযোগীতায় ভালো পারফর্ম করায় ম্যান অব দ্য সিরিজও নির্বাচিত হন দর্শন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী বায়েজিদ।

খেলা শেষে আন্ত:বিভাগ ক্রিকেট প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক এ টি এম আতিকুর রহমান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক মোস্তফা নাজমুল মানছুর, অধ্যাপক মুহাম্মদ তারেক চৌধুরী, সহযোগী অধ্যাপক মো. শওকত হোসেন, শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক হাবিবা ইয়াসমিন প্রমুখ।

এনএস/কেআই