নড়াইলে অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবে চলছে পাখিমেলা
প্রকাশিত : ১২:৩১ পিএম, ১ ফেব্রুয়ারি ২০১৬ সোমবার | আপডেট: ১২:৩১ পিএম, ১ ফেব্রুয়ারি ২০১৬ সোমবার
সুবিশাল লেক আর প্রকৃতি ঘেরা নড়াইলের অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবে চলছে পাখিমেলা। হাজারো পাখির কিচির মিচির শব্দে মুখর রিসোর্ট এলাকা। সেই সাথে লেকের পাড়ে ফুটে থাকা বাহারি ফুলের বাগান মেলাকে করেছে আরো আকর্ষণীয়।
হাজারো পাখির কলকাকলীতে মুখর পুরো এলাকা। পড়ন্ত বিকেলে এভাবেই ডানা মেলে উড়ে চলা। আর সূর্য ডুবতেই নীড়ে ফেরা।
পাখিদের এমনি অভয়ারণ্যে নড়াইলের অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব চত্বর। দেশী পাখির পাশাপাশি এখানে দেখা মিলেবে অতিথি পাখিরও।
পাখি দেখার পাশাপাশি এখানকার বাহারি রঙের ফুলের বাগান সাবাইকে মুগ্ধ করে। ফুল আর পাখির এই সৌন্দর্যে অভিভূত দর্শনার্থীরা।
পাখির নিরাপদ আবাসস্থল গড়তে এবং দেশের পর্যটন খাতকে উন্নয়নমুখী করতে চলছে তিনদিনের এই পাখিমেলা।
দেশের বিভিন্ন স্থানে পাখিদের এমন বিচরণ নির্বিঘœ করতে পারলেই এই উদ্যোগ সফল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।