তথ্য ও প্রযুক্তি কাজে লাগিয়ে রাজধানীকে বসবাসের উপযোগী করে তুলতে তরুণদের আহ্বান
প্রকাশিত : ০৩:০০ পিএম, ১১ নভেম্বর ২০১৬ শুক্রবার | আপডেট: ০৩:৪৫ পিএম, ১১ নভেম্বর ২০১৬ শুক্রবার
তথ্য ও প্রযুক্তি কাজে লাগিয়ে রাজধানীকে বসবাসের উপযোগী করে তুলতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।
শুক্রবার দুপুরে রাজধানীর বসুন্ধরায় গ্রামীন ফোন সেন্টারে স্মার্ট সিটি হ্যাকাথনের উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি আরো বলেন, রাজধানীকে বাসযোগ্য করতে বেশ কয়েকটি পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। ফুটপাত দখলমুক্ত করে হকারদের জন্য হলিডে মার্কেট প্রতিষ্ঠা, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার কথাও জানান মেয়র। যানজট প্রধান সমস্যা উল্লেখ করে মেয়র বলেন, রাজধানীর গণপরিবহনগুলোকে ৬টি প্রতিষ্ঠানে অধীনে আনার উদ্যোগ নেয়া হয়েছে বলেও এ’সময় জানান তিনি।