ব্রাহ্মণবাড়িয়া এবং গাইবান্ধার ঘটনায় বিভিন্ন সংগঠনের প্রতিবাদ
প্রকাশিত : ০৩:৪২ পিএম, ১১ নভেম্বর ২০১৬ শুক্রবার | আপডেট: ০৬:৪৩ পিএম, ১১ নভেম্বর ২০১৬ শুক্রবার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সনাতন ধর্মালম্বীদের উপর হামলা এবং গাইবান্ধায় সাঁওতালদের বাড়ীঘর পুড়িয়ে দেয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সংগঠন।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে নাসিরনগরের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন জাতীয় হিন্দু মহাজোটসহ বিভিন্ন সংগঠনের নেতারা। এছাড়া, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের পদত্যাগের দাবিও জানানো হয়। পরে একটি মিছিল বের করে সনাতন ধর্মাবলম্বীরা। এদিকে, গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের ঘরবাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়েছে নাগরিক সমাজ সহ বিভিন্ন সংগঠন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।