ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৭ ১৪৩১

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ২ দিনব্যাপী সম্মেলন

প্রকাশিত : ০৬:২৩ পিএম, ১১ নভেম্বর ২০১৬ শুক্রবার | আপডেট: ০৬:২৩ পিএম, ১১ নভেম্বর ২০১৬ শুক্রবার

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ২ দিনব্যাপী সম্মেলন শুরু হয়েছে চট্টগ্রামে। সম্মেলনে মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ে তুলতে জামায়াত-শিবিরের রাজনীতি বন্ধের দাবী উঠেছে। বক্তারা বলেন, প্রতিক্রিয়াশীলরা বারবার উদীচীর উপর হামলা চালিয়েছে। নগরীর ডিসি হিল চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদীচী চট্টগ্রাম জেলা সংসদের চেয়ারম্যান শহীদজায়া বেগম মুশতারী শফী। প্রধান অতিথি ছিলেন গোলাম মোহাম্মদ ইদু। সম্মেলনে শিক্ষাবিদ অধ্যাপক হাসানুজ্জামান চৌধুরী, সাংবাদিক মোহাম্মদ ইউসুফ এবং প্রয়াত সচিব ও লেখক রণজিৎ কুমার বিশ্বাসকে গুনীজন সম্মাননা দেয়া হয়।