ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

কবি আহসান হাবীবের মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৪৯ পিএম, ১০ জুলাই ২০১৯ বুধবার

কবি আহসান হাবীবের ৩৪তম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। ১৯৮৫ সালের ১০ জুলাই ঢাকায় মারা যান তিনি। তার অনুরাগী ও স্বজনরা বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।

তিনি চল্লিশের দশকে পূর্ব বাংলায় আধুনিক বাংলা কবিতার অন্যতম পথিকৃৎ ও কিংবদন্তিতুল্য সাহিত্য সম্পাদক।

১৯১৭ সালের ২ জানুয়ারি পিরোজপুরের শঙ্করপাশা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। কলেজের প্রথম বর্ষে অধ্যয়নকালেই কলকাতার বিখ্যাত সাহিত্য পত্রিকায় তার কবিতা স্থান পায়। এই কবি সাহিত্য চর্চার স্বপ্নে ত্রিশের দশকেই কলকাতায় চলে যান।

সেখানে দৈনিক তকবীর, মাসিক বুলবুল ও সওগাত পত্রিকায় কাজ করেন। কলকাতার বিভিন্ন সাময়িকীতে নিয়মিত লিখতেন আহসান হাবীব। দেশভাগের পরও তিনি সাংবাদিকতায় রত ছিলেন।

আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্টাফ আর্টিস্ট হিসেবে কাজ করেছেন আহসান হাবীব। ১৯৪৭ সালে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ `রাত্রিশেষ`।

১৯৫০ সালে স্থায়ীভাবে ঢাকায় বসবাস শুরু করেন। দৈনিক আজাদ, মাসিক মোহাম্মদী, দৈনিক কৃষক, দৈনিক ইত্তেহাদ ও সাপ্তাহিক প্রবাহ পত্রিকায় সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

এমএইচ/