মুন্সীগঞ্জে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে মানববন্ধন
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০২:৫৯ পিএম, ১০ জুলাই ২০১৯ বুধবার | আপডেট: ০১:৩৬ পিএম, ১৫ জুলাই ২০১৯ সোমবার
মুন্সীগঞ্জের টংগিবাড়ি উপজেলার বালিরগাঁও মাদ্রাসা মাঠে আগামী মাসে তিন দিনব্যাপী ইজতেমরার আয়োজন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন জুবায়ের পন্থীরা।
বুধবার সকালে মুন্সীগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনে জুবায়ের পন্থীদের শত শত লোক এই মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
এর আগে আদালত প্রাঙ্গনে আধা ঘণ্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করলেও পুলিশ প্রেসক্লাব প্রাঙ্গনে পাঁচ মিনিটের বেশি দাঁড়াতে দেয়নি তাদের।
আন্দোলকারীদের অভিযোগ, বিতর্কিত ও ভ্রান্ত মাওলানা সাদ কোরআন হাদিস বিরোধী বক্তব্য করছেন। তাই তার অনুসারীদের আগস্ট মাসের ২২, ২৩ ও ২৪ তারিখে আয়োজিত এজতেমা অনুষ্ঠিত হলে ইসলাম বিরোধী বক্তব্য আসার সম্ভাবনা থাকবে। যা আলেম ওলামায়েদের ও ইসলাম অনুসারীদের ব্যাধিত করবে। ফলে সেই ধরনের কাজ যাতে না হয়, সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন আন্দোলন কারীরা।