ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১

সামটা মাদরাসায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪৭ পিএম, ১০ জুলাই ২০১৯ বুধবার

‘দুর্জয় তারুণ্য দুর্নীতি রুখবেই’ এই শ্লোগানে দুর্নীতি দমন কমিশন, জেলা সমন্বিত কার্যালয়ের উদ্যোগে শার্শা উপজেলার সামটা সিদ্দিক্বীয়া ফাজিল (বি.এ) মাদরাসায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে মাদরাসা অডিটোরিয়ামে মাওলানা রহমাতুল্লাহ’র উপস্থাপনায় অধ্যক্ষ মাওলানা মোমিনুল ইসলামের সভাপতিত্বে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন মাদরাসার গভর্নিং বডির সভাপতি সাপ্তাহিক গ্রামের সংবাদ পত্রিকার সম্পাদক প্রফেসর মোহা. আসাদুজ্জামান আসাদ।

বিতর্কের বিষয় ছিল `দুর্নীতি প্রতিরোধে তরুণ প্রজন্মের ভূমিকা`। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার আরবি বিভাগের সহকারি অধ্যাপক আধুনিক যুগের কবি হেলাল আনওয়ার, ইতিহাস বিভাগের প্রভাষক আলহাজ্ব হযরত মাওলানা হাবিবুর রহমান, ইংরেজি প্রভাষক ইকবাল হোসাইন। সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীরা হলো নাহিদ হাসান, আশরাফুল ইসলাম ও শামিমা খাতুন। রচনা প্রতিযোগিতায় বিজয়ীরা আসানুর রহমান, মাহির হাসান ও নাইম ইসলাম।

এছাড়া বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে হাফেজ আবু সাইদ ও তার দল।  বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, তরুণদের দুর্নীতিবিরোধী সামাজিক মূল্যবোধ নিজেদের মধ্যে ধারণ করতে এবং পরে নিজ নিজ কর্মক্ষেত্র থেকে দুর্নীতি বিরোধী আন্দোলন এগিয়ে নিয়ে যেতে হবে। তরুণদের সাহসিকতা ও সংঘবদ্ধতার মাধ্যমে দুর্নীতিরোধ করা সম্ভব। সবাইকে বলতে হবে, ‘দুর্নীতি করব না এবং সইব না’।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,গভর্নিং বডির দাতা সদস্য ও মাদরাসার এতিম খানার সভাপতি মো. লিয়াকত আলী, সদস্য লাল্টু গাজী, আব্দুস সালাম, বাবর আলী, মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, সহকারি অধ্যাপক মাওলানা আব্দুর রশিদ, মাওলানা হেলাল আনোয়ার প্রমুখ।  

 কেআই/