ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

আন্ত:জেলা জুডো মহিলা প্রতিযোগিতা শুরু হয়েছে

প্রকাশিত : ০৫:১১ পিএম, ১১ নভেম্বর ২০১৬ শুক্রবার | আপডেট: ০৫:১১ পিএম, ১১ নভেম্বর ২০১৬ শুক্রবার

ঢাকায় শুরু হয়েছে আন্ত:জেলা জুডো মহিলা প্রতিযোগিতা। শুক্রবার সকালে ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স এর জিমনেসিয়ামে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক এম.পি। এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল এসকে আবু বাকেরসহ অন্যান্য কর্মকর্তারা। প্রতিযোগিতায় ১৩টি জেলা থেকে প্রায় ১০০ জন খেলোয়াড় অংশ গ্রহন করে। শনিবার পুরষ্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হবে এ অনুষ্ঠান।