ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৯ ১৪৩১

যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভ ক্রমেই সহিংসতায় রুপ নিচ্ছে

প্রকাশিত : ১১:৫৮ এএম, ১২ নভেম্বর ২০১৬ শনিবার | আপডেট: ১১:৫৮ এএম, ১২ নভেম্বর ২০১৬ শনিবার

যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভ ক্রমেই সহিংসতায় রুপ নিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এ’নিয়ে টানা চতুর্থ দিনের মতো চলছে বিক্ষোভ। পোর্টল্যান্ডসহ কয়েকটি শহরে ভাংচুর এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র হচ্ছে ট্রাম্পবিরোধী বিক্ষোভ ... ছড়িয়ে পড়ছে নতুন নতুন শহরে। বাড়ছে সহিংসতাও। চতুর্থ দিনের মতো পোর্টল্যান্ড, ওকল্যান্ড, ডেনভার, ওয়াশিংটন, ফ্লোরিডা, শিকাগো, বস্টন, নর্থ ক্যারোলাইনাসহ বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে। ধারণা করা হচ্ছে, পুরো সপ্তাহ ধরেই চলবে এই প্রতিবাদ কর্মসূচি। শুক্রবারও নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারের সামনে অবস্থান নেয় হাজারো বিক্ষোভকারী। হাওয়াইয়ের হনলুলু থেকে মিয়ামির দিকে যাত্রা শুরু করেছে হাজার হাজার ট্রাম্পবিরোধী বিক্ষোভকারী। ওহাই’র পর এবার ওমাহা ও ডেনভার শহরে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে রাস্তায় নেমেছে। বিক্ষোভের মুখে আধা ঘণ্টার জন্য অবরুদ্ধ হয়ে পড়ে আইওয়ার একটি শহর। এরআগে বৃহস্পতিবার রাতে পোর্টল্যান্ডে বিক্ষোভ করে চার হাজারের বেশি মানুষ। যানবাহনে আগুন দেয়াসহ বিভিন্ন ভবনে ভাংচুর চালায় বিক্ষুব্ধরা। সংঘর্ষ হয় পুলিশের সঙ্গে।