ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১

রাজশাহীতে ব্যাংকে ডাকাতির চেষ্টা, নিরাপত্তাকর্মী আহত

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৬ পিএম, ১২ জুলাই ২০১৯ শুক্রবার

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) রূপালী ব্যাংকের শাখায় ডাকাতির চেষ্টা চালিয়েছে এক দুর্বৃত্ত।

বৃহস্পতিবার গভীর রাতে এ ডাকাতির চেষ্টা চালানোর সময় ধারালো অস্ত্রের আঘাতে ব্যাংকের নিরাপত্তারক্ষী লিটন আহত হয়েছেন বলে জানিয়েছেন মতিহার থানার ওসি শাহাদত হোসেন খান।

ওসি বলেন, দুর্বৃত্তরা পালিয়ে গেলে আহত লিটন ব্যাংকের ম্যানেজারকে ফোন দেন এবং ম্যানেজার পুলিশে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তারক্ষী লিটনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

নিরাপত্তাকর্মীর বরাদ দিয়ে ওসি বলেন, একজন দুর্বৃত্ত ব্যাংকের ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় সে নিরাপত্তারক্ষীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে ব্যাংকের ভোল্ট ক্যাশ কাউন্ডারের কয়েকটি টেবিলের ড্রয়ার ভাঙ্গার চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে একপর্যায়ে সে পালিয়ে যায়।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সহকারী উপ-কমিশনার রুহুল কুদ্দুস বলেন, ব্যাংকের টাকা লুট করার জন্যই ওই দুর্বৃত্ত ভেতরে ঢুকেছিল। তাকে চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

আই/