ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

রুশ ক্ষেপণাস্ত্র এস-৪০০ পৌঁছাল তুরস্কে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:২১ পিএম, ১২ জুলাই ২০১৯ শুক্রবার | আপডেট: ১২:১৫ এএম, ১৩ জুলাই ২০১৯ শনিবার

রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ এর প্রথম চালান আজ তুরস্কে পৌঁছেছে। তুরস্কের কর্মকর্তারা ক্ষেপণাস্ত্রবাহি প্রথম চালানটি বুঝে নিয়েছেন।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার পক্ষ থেকে তুরস্ককে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার চালান দেয়া ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বার্তা সংস্থা তাসনিম ওই বিবৃতি উল্লেখ করে আরও জানিয়েছে, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার চালান দেয়ার প্রক্রিয়া শেষ হলে এগুলোর ব্যবহারের কাজ শুরু হবে।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান সম্প্রতি সাংবাদিকদের বলেছেন, তুরস্ক নিজের নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে। শত্রুদের আক্রমণ প্রতিহত করতেই এগুলো ব্যবহার করা হবে বলে তিনি জানান।

রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কিনলে আমেরিকা তুরস্কের কাছে এফ-৩৫ জঙ্গি বিমান বিক্রি বন্ধ করে দেবে এবং আঙ্কারার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে বলেও হুমকি দিয়েছিল। কিন্তু তুরস্ক নিজেদের নিরাপত্তাবলয় বৃদ্ধি করার জন্য সেই হুমকিকে উপেক্ষা করে রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র নিল।

এসি