পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২১
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:৫৩ পিএম, ১৩ জুলাই ২০১৯ শনিবার | আপডেট: ০১:০১ পিএম, ১৩ জুলাই ২০১৯ শনিবার
পাকিস্তানে মালবাহী এক ট্রেনের সঙ্গে যাত্রীবাহী আকবর এক্সপ্রেসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও ৮৯ জন।
রেল কর্মকর্তাদের বরাতে শনিবার (১৩ জুলাই) ডেইলি সাবাহর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে দেশটির সাদিকাবাদে ওয়ালহার রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির সংবাদমাধ্যম থেকে জানা গেছে, সিগন্যাল চেঞ্জের সময় যাত্রীবাহী আকবর এক্সপ্রেস লুপ লাইনে ঢুকে পড়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনটিকে আঘাত করে।
এরফলে যাত্রীবাহী ট্রেনটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও বহু যাত্রী হতাহত হয়।
এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
দেশটির রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ নিহতদের প্রত্যেকের পরিবারকে ১৫ লাখ রুপি ও আহতদের প্রত্যেককে পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন।
এমএইচ/ এমবি//