ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

মৌলভীবাজারে নদীর বাঁধ ভেঙ্গে কয়েকটি গ্রাম প্লাবিত

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০১:১২ পিএম, ১৩ জুলাই ২০১৯ শনিবার

মৌলভীবাজারের কমলগঞ্জের পৌর এলাকার রামপাশা এলাকায় ধলাই নদীর বাঁধ ভেঙ্গে ৫ শতাধিক লোক পানিবন্দি হয়ে পড়েছেন।

এদিকে মনু নদীর পানি বিপদসীমার ৩৭ সেন্টিমিটার ও ধলাই নদীর পানি ৩৪ সিন্টমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলেন জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ শংকর চক্রবর্তী।

তিনি জানান, শনিবার রাত ২টার দিকে কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের রামপাশা এলাকায় ধলাই নদীর প্রায় ৭০ ফুট বাঁধ ভেঙ্গে যায়। ফলে গ্রামে পানি ঢুকে পরে। তবে সকাল থেকে পানি সরতে শুরু করেছে। পানি সরে গেলে বাঁধ দ্রুত মেরামোত করা হবে।

৮ ও ৯ নং ওয়ার্ডের কমিশনার আনোয়ার হোসেন এবং রাসেল মতলিব তরফদার জানান, ধলাই নদীর পানিতে ৮, ৯ ও কমলগঞ্জ সদর ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে রাস্তাঘাট তলিয়ে গেছে।

এমএস/