ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

বন্যায় ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির বহু পরিবার

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত : ০৫:১০ পিএম, ১৩ জুলাই ২০১৯ শনিবার

 

খাগড়াছড়ির জেলা সদরের বন্যা পরিস্থিতি উন্নতি ঘটেছে। চেঙ্গী নদীর পানি অনেকটাই নেমে গেছে। তবে বন্যা পরবর্তী ক্ষতির মুখে রয়েছে বহু পরিবার। 

এদিকে মাইনী নদীতে জেলার দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের কয়েকটি এলাকা ও মেরুং বাজার থেকে এখনও পানি সরেনি। মেরুং’র কয়েকটি আশ্রয় কেন্দ্রে এখনও শতাধিক পরিবার বসবাস করছে। স্থানীয়রা জানিয়েছেন, সেখানে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। 

সড়কের ওপর এখনও পানি থাকায় দীঘিনালার সাথে রাঙ্গামাটির লংগদু উপজেলা এবং মেরুং ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ গত ৪ দিন ধরে বিচ্ছিন্ন রয়েছে। 

এমএস/আরকে