ঢাকা, বুধবার   ০৯ এপ্রিল ২০২৫,   চৈত্র ২৫ ১৪৩১

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:২৯ এএম, ১৫ জুলাই ২০১৯ সোমবার | আপডেট: ১১:২৮ এএম, ১৫ জুলাই ২০১৯ সোমবার

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।  সোমবার সকাল সাড়ে সাতটায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল সাড়ে সাতটার দিকে গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় একটি দাঁড়ানো কাভার্ডভ্যানকে পেছন থেকে একটি পিকআপভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপভ্যানের চালকসহ তিনজন মৃত্যু হয়। তবে নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে। নিহতদের মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে বলে স্থানীয় পুলিশ জানায়।

এমএস/