দেখে নিন ব্যাটে-বলে বিশ্বকাপের সেরা ১০ খেলোয়াড়
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:৫০ পিএম, ১৫ জুলাই ২০১৯ সোমবার | আপডেট: ০৩:২৯ পিএম, ১৫ জুলাই ২০১৯ সোমবার
বিশ্বকাপের পর্দা নেমেছে ১৪ তারিখ ফাইনাল খেলা শেষ হওয়ার মধ্য দিয়ে। সব হিসাব-নিকাশ শেষ। ট্রফি এখন ইংল্যান্ডের। ট্রফি তো গেলো কিন্তু বিশ্বকাপের অন্য স্তরে কোন দলের কি অর্জন? বিশ্বকাপের আসর শেষে সব দলই এসব হিসাব করে থাকে। অর্থাৎ ব্যাটিংয়ে ও বোলিংয়ে তাদের খেলোয়াড়রা কোন অবস্থানে রয়েছে।
ক্রিকেট খেলার এই দুই স্তরে শীর্ষ পাঁচজনের মধ্যে বাংলাদেশের সাকিব আল-হাসান এবং মোস্তাফিজুর রহমান স্থান করে নিয়েছেন তাদের যোগ্যতা দিয়ে। সাকিব আছেন ব্যাটিংয়ের তিন নম্বরে এবং মোস্তাফিজও আছেন বোলিংয়ের চার নম্বরে।
ভারতের রোহিত শর্মা ৬৭টি বাউন্ডারি এবং ১৪টি ছক্কার মাধ্যমে ৬৪৮ রান করে বিশ্বকাপের সেরা ব্যাটসম্যান তেমনি অস্ট্রেলিয়ার মিশেল স্টার্ক ২৭ উইকেট নিয়ে সেরা বোলার হওয়ার গৌরভ অর্জন করেছেন।
এবার দেখে নিন পাঁচ সেরার কৃতিত্ব-