ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

‘কোনও ধরনের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনায় যাবে না ইরান’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৫৯ পিএম, ১৫ জুলাই ২০১৯ সোমবার | আপডেট: ০৫:১১ পিএম, ১৫ জুলাই ২০১৯ সোমবার

আরোপিত সব অবরোধ তুলে নিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে আপত্তি নেই বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানী। বলেন, ইরান সবসময় আলোচনায় আগ্রহী। তবে কোনও ধরনের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনায় যাবে না তার দেশ।

রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে এ কথা জানান রুহানী।

ইরানের প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ চায় না বলে দাবি করলেও তাদের আরোপিত নিষেধাজ্ঞার কারণেই যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে।

এর আগে, পারমাণবিক এবং নিরাপত্তা বিষয়ে ইরানের সঙ্গে আলোচনার পথ খোলা বলে জানিয়েছিলেন ট্রাম্প।