কুমিল্লায় বিচারকের সামনেই আসামিকে কুপিয়ে হত্যা (ভিডিও)
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ০২:২৫ পিএম, ১৫ জুলাই ২০১৯ সোমবার | আপডেট: ০৪:১০ পিএম, ১৫ জুলাই ২০১৯ সোমবার
কুমিল্লায় আদালতের এজলাস কক্ষে বিচারকের সামনেই ফারুক নামে এক আসামিকে কুপিয়ে হত্যা করেছে আরেক আসামি। সোমবার বেলা সাড়ে ১১টায় কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত কক্ষে বিচারকের সামনেই এমন ঘটনা ঘটে।
জানা যায়, আদালত চলাকালীন সময়ে বিচারক ফাতেমা ফেরদৌসের সামনেই হাসানকে ধাওয়া করেন ফারুক। ফারুককে হাসান ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই মারা যান ফারুক।
নিহত আসামি ফারুক কুমিল্লার লাকসাম উপজলোর অহিদুল্লাহর ছেলে। ঘাতক একই উপজেলার শহিদুল্লার ছেলে হাসান। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই এবং তারা দুজনেই একটি হত্যা মামলার আসামি ছিলেন।
আজ মামলার শুনানিতে হাজিরা দিতে তারা আদালতে এসেছিলেন বলে কোতোয়ালি থানার উপপরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন জানান।
তিনি জানান, তাৎক্ষণিক ফারুককে ধরে ফেলে পুলিশ। সম্ভবত তিনি সঙ্গে ছুরি নিয়ে আদালতে ঢুকেছিলেন।
রাষ্ট্রপক্ষের কৌসুলি লিয়াকত আলী বলেন, ‘আদালত কক্ষে বিচারক ফাতেমা ফেরদৌসের সামনেই হাসানকে ধাওয়া করেন ফারুক। এ সময় হাসান একটি টেবিলের নীচে লুকানোর চেষ্টা করলে তাকে ছুরিকাঘাত করেন ফারুক।’
এ ঘটনার আগে আসামিদের কেউ পুলিশের হেফাজতে ছিলেন না। তারা নিজেদের মতো করে শুনানিতে হাজিরা দিতে আদালতে এসেছিলেন বলে একাধিক সূত্রে জানা যায়। নিহতের মরদেহ বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।
উল্লেখ্য, কুমিল্লার মনোহরগঞ্জ উপজলোয় ২০১৩ সালের ২৬ আগষ্ট সংঘঠিত হত্যা মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন হাসান ও ফারুক।
এমএস/