ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২১ ১৪৩১

ব্রাহ্মণবাড়ীয়ায় হামলার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন আলেম সমাজ

প্রকাশিত : ১২:৩৫ পিএম, ১৩ নভেম্বর ২০১৬ রবিবার | আপডেট: ১২:৩৫ পিএম, ১৩ নভেম্বর ২০১৬ রবিবার

ব্রাহ্মণবাড়ীয়ার আলেম সমাজ হিন্দুদের ওপর হামলার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন বলেই বেশীদুর গড়াতে পারেনি ধর্মীয় উন্মাদনা। অন্যদিকে হামলার পর থেকে সেখানে অবস্থানকারী সংবাদিকরা বলছেন, কোনো কোনো গনমাধ্যম অতিরঞ্জিত খবর পরিবেশন করছে। পবিত্র কাবা শরিফের ওপর হিন্দুদের দেবতার ছবি বসিয়ে ফেইসবুক পোস্ট জানাজানি হওয়ার পর ধর্মপ্রাণ মুসলমান এবং আলেমসমাজ প্রতিবাদ মুখর হয়ে ওঠে। স্থানীয় আলেমরা দোষীদের বিচার দাবিতে বিক্ষোভের পাশাপাশি যোগ দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ এবং প্রশাসন আয়োজিত শান্তি সমাবেশেও। সাম্প্রদায়িক হামলার উৎপত্তিস্থল হরিপুর ইউনিয়নের হরিনবেড়ে, পরে সেখান থেকে নাছিরনগর সদর পর্যন্ত গড়ালেও তা উপজেলার সীমা পেরোতে পারেনি। হামলার পর থেকেই তৎপর হয়ে ওঠেন স্থানীয় সাংবাদিকরা, ঢাকা থেকে ছুটে যায় বিভিন্ন গনমাধ্যম। তাতে নাছিরনগরের সংবাদ যথোপযুক্ত গুরুত্ব পেলেও অনেক সাংবাদিকই বলছেন, কখনো কখনো অতিরঞ্জিত সংবাদ দেয়া হয়েছে। অন্যদিকে মন্ত্রী ছায়েদুল হক নাছিরনগরের ঘটনায় গনমাধ্যমের ভ’মিকার সমালোচনা করে আসছেন, আর মন্ত্রীর দুর্ব্যবহার ও বেফাঁস মন্তব্যে অসন্তুষ্ট স্থানীয় সাংবাদিকরা।