ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

ইরানের পরে তুরস্কে নজর অনন্ত-বার্ষার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৪ এএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার

ইরানের পাট চুকিয়ে ফেলেছেন বাংলা চলচিত্রের দুই তারা অনন্ত ও বর্ষা। ইরানে ‘দিন: দ্য ডে’র চলচ্চিত্রের মাসব্যাপি শুটিং করেছেন তারা। এবার তারা তুরস্কে চলচ্চিত্রটির শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

পবিত্র ঈদ উল ফিতরের আগের দিন দেশ থেকে চলচ্চিত্রটির ইউনিট নিয়ে উড়ে যান ইরানে। বিভিন্ন ঐতিহাসিক ও মনোরম লোকেশনে চলচ্চিত্রটির প্রায় পঁচাত্তর শতাংশের শুটিং করেছেন বলে জানিয়েছেন অনন্ত।

তিনি বলেন, ‘ইরানের ঐতিহাসিক স্থানগুলোর প্রতি গুরুত্ব দিয়ে আমরা শুটিং করেছি। বিভিন্ন দৃশ্যের পাশাপাশি গানেরও শুটিং করেছি ওখানে। বিশেষ করে আমি ও বর্ষা একটি ইরানি গানে অংশ নিয়েছি। গানটিও বেশ মেলোডিয়াস ছিল। এরমধ্যে ছবির চারভাগের তিন ভাগ শুটিং শেষ হয়েছে।’

এ সপ্তাহেই তারা দেশে ফিরেছেন এবং পবিত্র ঈদ উল আজহার পরে তুরস্কে বাকি শুটিং করা হবে বলেও জানিয়েছেন এ চিত্র নায়ক। তুরস্কে অভিনয়ের জন্য প্রস্তুতিও চলছে পুরোদমে।

উল্লেখ্য, ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় ‘দিন : দ্য ডে’ পরিচালনা করছেন ইরানি পরিচালক মুস্তাফা অতাশ জমজম। চলতি বছরই ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে বলে অনন্ত জানিয়েছেন।

এমএস/এসি