ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১

খুলনায় পার্কে পালাতকরা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৪১ পিএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার

খুলনা মহানগরীর পার্ক, উদ্যানে বাড়ছে স্কুল কলেজ পড়য়া শিক্ষার্থীর সংখ্যা। ক্লাস ফাঁকি দিয়ে পার্কে এসে নানা অসামাজিক কর্মকান্ডে জড়িয়ে পরছে এসব শিশু কিশোর। এতে করে বাড়ছে ইভটিজিংসহ নানা অপরাধ। মনোবিজ্ঞানীরা বলছেন, ধরনের প্রবণতা থেকে রেহাই পেতে শিক্ষার্থীদের কাউন্সিলিং করা দরকার।

স্কুল অথবা কোচিংয়ে যাওয়ার নাম করে কিশোররা লুকিয়ে যায় খুলনার শহীদ হাদিস পার্ক জাতিসংঘ পার্কে। সেখানে তারা মাদক নেয়াসহ করছে নানা অপরাধ। অনেক কিশোরই ইভটিজিংকে নিছকই মজা হিসেবে দেখে বলে জানায় তারা।

শিক্ষক অভিভাবকরা জানান, সন্তানরা স্কুল স্কুলে যাওয়ার সময় কি করছে সেদিকে সতর্ক থাকা দরকার।

অপরাধ কমাতে স্কুল কলেজে মনোবিজ্ঞানী রেখে কাউন্সিলিং করা দরকার বলে মনে করেন মনোবিজ্ঞানের এক শিক্ষক।

এধরনের অপরাধ কমাতে জনপ্রতিনিধিসহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে জনসচেতন করার উদ্যোগের কথা জানান জেলা প্রশাসক।

বিষয়টি নজরে এসেছে পুলিশেরও।

অভিভাবকদের বেশী করে সন্তানদের সময় দেয়ার পরামর্শ তার।

https://youtu.be/yE_ifSTDN4k