ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১

শেরপুরে ২০ ঘণ্টা পর ডুবন্ত শিশুর লাশ উদ্ধার

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৭:৩৬ পিএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বাগেরভিটা সোমেশ্বরী নদী থেকে ২০ ঘণ্টা পর এক শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবরী দল। বৃহস্পতিবার বেলা ১১টার সময় শিশুটির লাশ এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার করা হয়। 

জানা গেছে, গত ১৭ জুলাই বুধবার বেলা ২টার সময় বিলাসপুর নিবাসী মির্জা মিয়ার ছেলে বাগেরভিটা মাদ্রাসার ৬ষ্ট শেণীর ছাত্র মামুন মিয়া (১৪) জাল নিয়ে মাছ ধরতে সোমেশ্বরী নদীতে যায়। এ সময় নদীর প্রবল স্রোতে পানিতে ডুবে নিখোঁজ হয় সে। আত্মীয় স্বজন ও ঝিনাইগাতী ফায়ার সার্ভিসের লোকজন রাতব্যাপী অনেক খুঁজাখুজি করে নিরাশ হয়ে উদ্ধার কাজ বন্ধ করে দেয়। 

পরে আজ সকালে ময়মনসিংহ থেকে ডুবরীর একটি দল ও এলাকাবাসী মিলে অভিযান চালালে নদী থেকে শিশু মামুনের লাশ বেলা ১১টার দিকে উদ্ধার করতে সক্ষম হয়। 

ঝিনাইগাতী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আবাদুল লতিফ জানান, খবর পেয়ে আমরা গতকাল এবং আজ সকালে এ অভিযান চালিয়ে রাতে লাশটি উদ্ধার করি।

ঝিনাইগাতী থানার এস আই সাইদুল ইসলাম জানান, মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুটি মারা গেছে। এ ব্যাপারে কারো কোন অভিযোগ পাইনি।   

উল্লেখ্য, অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলে ৫ দিনের ব্যবধানে বন্যার পানিতে ডুবে এ নিয়ে ৬ জনের মৃত্যু হলো।

এনএস/আরকে