কালের বিবর্তনে অযত্নে-অবহেলায় সন্তোষ জমিদার বাড়ি (ভিডিও)
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:১৪ পিএম, ১৯ জুলাই ২০১৯ শুক্রবার
দেশের অন্যতম ঐতিহ্যবাহী স্থাপনা টাঙ্গাইলের সন্তোষ জমিদার বাড়ি। এর সাথে জড়িয়ে আছে প্রতাপশালী ও শিক্ষানুরাগী তিন নারী জমিদারের স্মৃতি। কালের বিবর্তনে অযত্নে-অবহেলায় বাড়িটি এখন জীর্ণ অবস্থায়। ঐতিহাসিক বাড়িটি সংস্কার ও স্মৃতি সংরক্ষণের দাবী এলাকাবাসির।
টাঙ্গাইল শহরের মাত্র ৪ কিলোমিটার দূরে পৌর এলাকাতেই বাড়িটি। প্রায় দুশো বছর আগে মন্মথনাথ রায় চৌধুরী সন্তোষ জমিদার বাড়িটি তৈরি করেন। বহু জনহিতকর কাজ করে অমর হয়ে আছেন তিনি।
বাড়িটির সাথে জড়িয়ে আছে তিন প্রতাপশালী নারীর ইতিহাস। তারা হলেন, জাহ্নবী চৌধুরানী, দিনমনি চৌধুরানী এবং বিন্দুবাসিনী চৌধুরানী। দেশের শিক্ষা অঙ্গনে তাদের অবদান উজ্জল দৃষ্টান্ত হয়ে আছে।
তারা গড়ে তোলেন ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ আনন্দমোহন কলেজসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান।
জমিদারী প্রথা বিলুপ্তির পর ১৯৫০ সালে এখানকার সর্বশেষ জমিদার গোলক নাথ চৌধুরী সপরিবারে ভারত চলে যান। এরপর থেকেই শুরু হয় বাড়িতে চুরি ও দখলের পালা। সোনার মূর্তি, কষ্টি পাথরের শিব মূর্তিসহ মূল্যবান সম্পদ চুরি হয়ে গেছে। দখল হয়ে গেছে অনেক ভুমি।
সংরক্ষণের অভাবে কালের গর্ভে হারিয়ে যেতে বসেছে সন্তোষের এই জমিদার বাড়ি। অবিলম্বে সংস্কারের দাবি এলাকাবাসীর।
তিন নারী জমিদারের নামে বিশ্ববিদ্যালয়ের হল নামকরণের দাবিও এলাকাবাসির।
বিস্তারিত দেখুন ভিডিওতে
এমএইচ/