ভারতের একই প্রদেশে পরপর ভূমিকম্প
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:১৮ পিএম, ২০ জুলাই ২০১৯ শনিবার
চব্বিশ ঘন্টার ব্যবধানে ভারতের অরুণাচল প্রদেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ৫।
এর আগে শুক্রবার ওই প্রদেশটিতে ভূমিকম্প অনুভূত হয়েছিল। যার মাত্রা ছিল ৫ দশমিক ৬।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, শনিবার ভোর ৪টা ২৪ মিনিটে অরুণাচল প্রদেশের কামেং জেলায় নতুন করে ভমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।
কম্পনের উৎপত্তিস্থল ছিলে মাটি থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। কম্পন অনুভূত হয়ে বন্যা বিধ্বস্ত আসাম ও চীনের সীমান্তবর্তী জেলাগুলোতেও।
শুক্রবারের ভূমিকম্পটি বাংলাদেশেও আঘাত হেনেছিল।
সূত্র : টাইম অব ইন্ডিয়া
আই/এসএ/