ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৭ ১৪৩১

অবৈধভাবে ডিটিএইচ যন্ত্রপাতি আমদানী ও ব্যবসা পরিচালনা করে তাদের বিরুদ্ধে সরকার আইনানুগ ব্যবস্থা নেবে

প্রকাশিত : ০৬:৪৭ পিএম, ১৪ নভেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ০৬:৪৭ পিএম, ১৪ নভেম্বর ২০১৬ সোমবার

যারা অবৈধভাবে ডিটিএইচ যন্ত্রপাতি আমদানী ও ব্যবসা পরিচালনা করে, তারা দেশের ক্যাবল ব্যবসাকে ক্ষতিগ্রস্থ করছে। এসব অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকার আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানালেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সচিবালয়ে, ক্যাবল অপারেটরদের সাথে বৈঠকে এসব কথা বলেন তিনি। বিভিন্ন দেশে, চ্যানেল দেখানোর বিনিময়ে ক্যাবল ব্যবসায়ীদের স্যাটেলাইট টেলিভিশনের মালিকদের পক্ষ থেকে ‘ক্যারেজ ফি’ দিলেও বাংলাদেশে সেটা শুরু থেকেই চালু করা হয়নি। যা, দূঃভাগ্য জনক উল্লেখ করে, ক্যাবল ব্যবসায়ীদের দ্রুতই ডিজিটাইজেশনের আওতায় আসার প্রস্তুতি নেবারও পরামর্শ দেন তথ্যমন্ত্রী।