কবি নজরুলে বৃক্ষরোপণ কর্মসূচি
জাককানইবি প্রতিনিধি
প্রকাশিত : ১০:৪৯ পিএম, ২০ জুলাই ২০১৯ শনিবার
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) এর শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন নির্ভয় এর উদ্যোগে বৃক্ষরোপণ ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়েছে।
‘প্ল্যান ফর বেটার টুমোরো’ স্লোগানে শনিবার ত্রিশাল মহিলা ডিগ্রি কলেজে বেলা ১২টায় নির্ভয়ের স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় কলেজের অধ্যক্ষ মো. সেলিমুল হক তরফদার, উপাধ্যক্ষ একেএম শফিকুল ফেরদৌসসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও নির্ভয়ের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
প্রোগ্রাম সমন্বয়কারী সুলগ্না রেমা জানান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নির্মানাধীন ভবনের শ্রমিক ও ক্যাম্পাসের আশেপাশের মেসের কাজের মহিলাদের নিয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির প্রথম পর্ব করেছিলাম ১ই মে। এর অংশ হিসেবে ত্রিশাল মহিলা ডিগ্রি কলেজে আমাদের দ্বিতীয় পর্ব আজ সম্পন্ন করেছি। এতে প্রায় ৩০০ শিক্ষার্থী তাদের রক্তের গ্রুপ জানতে পেরেছে।'
তিনি আরও জানান, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে আমরা আজকে একইসাথে বৃক্ষ রোপণ করেছি। জনসচেতনতা তৈরিতে আমাদের সংগঠনের পক্ষ থেকে এ ধরণের কর্মসূচি অব্যাহত থাকবে।
এনএম/কেআই