বাগেরহাটে নদীর ভাঙ্গনে রাস্তাসহ দুই একর জমি বিলীন
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত : ০৭:২৩ পিএম, ২১ জুলাই ২০১৯ রবিবার
বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীর ভাঙ্গনে বলইবুনিয়া ইউনিয়নের দক্ষিণ শ্রেণিখালী গ্রামে রাস্তাসহ দুই একর জমি নদী গর্ভে বিলীন হয়েছে।
শনিবার সন্ধ্যায় পানি উন্নয়ন বোর্ডের দৈবজ্ঞহাটি উপ প্রকল্পের অধীনে নির্মিত বিষখালী থেকে হরগাতি পর্যন্ত বাধের শ্রেণিখালী গ্রামের মো. মনির হাওলাদার, দেলোয়ার হোসেনসহ কয়েক জনের বাড়ির সামনের রাস্তা, পুকুর, গাছসহ দুই একর জমি ভেঙ্গে নদী গর্ভে তলিয়ে যায়। যার ফলে ওই গ্রামের সাথে কয়েকটি গ্রামের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। এতে পাচঁটি পরিবারের প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
এদিকে ভাঙ্গনের খবর পেয়ে বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ্জামান খানসহ স্থানীয় গন্যমান্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ক্ষতিগ্রস্থ মো. মনির হাওলাদার বলেন, শনিবার সন্ধ্যায় আমাদের বাড়ির সামনের দুটি পুকুর, কিছু গাছপালা ও বাড়ির সামনের রাস্তাসহ অনেক জমি হঠাৎ করে নদীর মধ্যে দেবে যায়। যাতে বড় বড় মেহগনি গাছ, খেজুর গাছসহ অনেক গাছ নদীর মধ্যে ডুবে গেছে। নদীর হঠাৎ এ ভাঙ্গনে আমাদের অপূরনীয় ক্ষতি হয়েছে। আশপাশের অনেক লোক এখন ভাঙ্গন আতঙ্কে রয়েছে।
পানি উন্নয়ন বোর্ড বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজজামান খান বলেন, খবর শুনে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা ভাঙ্গন কবলিত এলাকায় কাজ শুরু করেছি। আশা করি দুই একদিনের মধ্যে ওই রাস্তা দিয়ে লোকজন চলাচল করতে পারবে।
এনএম/কেআই