ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২১ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

প্রকাশিত : ০৪:১৭ পিএম, ১৫ নভেম্বর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৪:১৭ পিএম, ১৫ নভেম্বর ২০১৬ মঙ্গলবার

এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান আদিবাসী পার্টি। প্যাকেজ : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদ জানাতে শাহবাগে জমায়েত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা। হিন্দু সম্প্রদায় নিয়ে কটুক্তি করায় মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রীকে অপসারনের দাবি জানান শিক্ষার্থীরা। নাসিরনগরে হামলাকারী ও  উসকানিদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা। সংখ্যালঘুদের মানবাধিকার নিশ্চিত করতে আলাদা মন্ত্রনালয়সহ স্বাধীন কমিশন গঠনের দাবি জানান সংখ্যালঘু নেতারা। এদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান আদিবাসী পার্টি। নাসিরনগরে হামলার জড়িতদের শাস্তির জানান সংগঠনের নেতারা।