ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১

তুরাগে ডুবে যাওয়া ট্যাক্সিক্যাব চালকের পরিচয় মিলেছে   

সাভার সংবাদদাতা

প্রকাশিত : ০৩:০৮ পিএম, ২২ জুলাই ২০১৯ সোমবার

সাভারের আমিনবাজারের সালেহপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদীতে ডুবে যাওয়া ট্যাক্সিক্যাবটি এখনও উদ্ধার হয়নি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ অব্যাহত রেখেছে। তবে এখনও পর্যন্ত উদ্ধার না হলেও ওই ট্যাক্সিক্যাব চালকের পরিচয় পাওয়া গেছে। তার নাম জিয়াউর রহমান (৩৮)। তিনি ফরিদপুর জেলার বোয়ালমারির বাসিন্দা।

ট্যাক্সিক্যাবটি সেনাবাহিনীর ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিস কর্তৃক পরিচালিত হয়ে আসছিল বলে জানা গেছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।

উল্লেখ্য, রোববার রাত ৮টার দিকে সাভারের আমিনবাজারের সালেহপুর ব্রিজের নিকট পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদীতে পড়ে যায় ট্যাক্সিক্যাবটি। প্রায় চার ঘণ্টা পর রাত সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল দুর্ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেন। দুপুর ২টা পর্যন্ত ট্যাক্সিক্যাবটি উদ্ধার করতে পারেনি অভিযানে অংশ নেয়া ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এদিকে, দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও ট্যাক্সিক্যাব উদ্ধার না হওয়াতে সালেহপুর ব্রিজ সংলগ্ন এলাকায় উৎসুক জনতার ভিড়।