ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

অভিনেতা বিশ্বজিত চক্রবর্তীর ৬ মাসের কারাদণ্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৫২ পিএম, ২২ জুলাই ২০১৯ সোমবার

বিশ্বজিতের অভিনযয়ে বারবারই দর্শক মুগ্ধ। কিন্তু তার দর্শকদের জন্য দুসংবাদ হলো চেক প্রতারনায় ফেঁসে গিয়েছেন এ অভিনেতা।

সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে, চার বছর আগে এক ব্যবসায়ী থেকে দশ লক্ষ টাকা ধার নিয়েছিলেন তিনি৷ দর্শন খামানি নামের ওই ব্যবসায়ীর অভিযোগ, ঋণ শোধ করতে গিয়ে অভিনেতা যে চেকগুলি দেন, সেই চেকগুলি ব্যাংকে জমা দেওয়ার পরই তা বাউন্স করে ৷ এরপরেই বিশ্বজিত চক্রবর্তীর বিরুদ্ধে আলিপুর আদালতে মামলা দায়ের করেন তিনি৷

মামলার রায়ে বিচারক নির্দেশ দেন, বিশ্বজিত চক্রবর্তীকে প্রায় ১৪ লক্ষ টাকা ওই সংস্থার মালিককে দিতে হবে৷  তা দিতে হবে এক মাসের মধ্যে। আর তা না হলে ছমাসের মধ্যে কারাবাস হতে পারে এই জনপ্রিয় অভিনেতার ৷ তবে ইতিমধ্যেই এই চেক বাউন্স ইস্যুতে জামিন মঞ্জুর হয়ে গিয়েছে তার।

উল্লেখ্য, ছোট থেকে বড় পর্দায় জনপ্রিয় মুখ বিশ্বজিত চক্রবর্তী৷ পাপী ছবির হাত ধরে তাঁর বড় পর্দায় কাজ শুরু ৷ এরপর, শূন্য থেকে শুরু, কাহানি-২: দুর্গা রানি সিং, বিদায় ব্যোমকেশ, বাই বাই ব্যাংকক, ডাবল ফেলুদা, ইয়েতি অভিযান এবং পাগলু ২, আওয়ারা, এর মতো বহু ছবিতে অভিনয় করেছেন তিনি ৷

এনএম/এসি