গণপিটুনিতে বিএনপি-জামায়াত জড়িত: আইনমন্ত্রী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:২১ পিএম, ২২ জুলাই ২০১৯ সোমবার | আপডেট: ০৭:২৫ পিএম, ২২ জুলাই ২০১৯ সোমবার
গণপিটুনি দিয়ে নিরাপরাধ মানুষ হত্যায় বিএনপি-জামায়াতের নেতাকর্মী জড়িত থাকতে পারে বলে জানিয়েছেন, আইনমন্ত্রী আনিসুল হক। আজ সোমবার দুপুরে নেত্রকোণা জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবন উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে তিনি একথা বলেন।
আইনমন্ত্রী বলেন, গণপিটুনি, ধর্ষণ, বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনা নিছক দুর্ঘটনা নয়। এক স্থানে এসব হলে ১০ স্থানে হয়। এসব বিএনপি-জামায়াতের নিখুঁত কাজের উদাহরণ।
আইনমন্ত্রী বলেন, কিছু দিন আগে পদ্মা সেতুতে মাথা লাগবে দেশে এ ধরনের একটি গুজব ছড়িয়েছিল। আর এই গুজবের কারণে দেশের বিভিন্ন জায়গায় গণপিটুনিতে হতাহতের ঘটনা ঘটছে।
দেশবাসীর উদ্দেশ্য তিনি বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। কোথাও কোনো অপরাধ সংগঠিত হলে অপরাধীকে পুলিশে দিতে হবে। কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। যারা আইন নিজের হাতে তুলে নেবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
টিআর/