৫০ বছর পর হারানো সাবমেরিন খুঁজে পেল ফ্রান্স
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৫৮ পিএম, ২২ জুলাই ২০১৯ সোমবার
৫২ জন নাবিকসহ পঞ্চাশ বছর পূর্বে হারিয়ে যাওয়া সাবমেরিনের সন্ধান পেয়েছে ফ্রান্স। লা মিনার্ভ নামে হারিয়ে যাওয়া ওই সাবমেরিন সম্প্রতি ভূমধ্যসাগরে খুঁজে পাওয়া গেছে বলে সোমবার ঘোষণা দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। খবর আনাদোলুর।
সাবমেরিনটি খুঁজে পাওয়ার পর এক টুইট বার্তায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ফ্লোরেন্স পার্লি বলেন, এটা একটা সফলতা, যন্ত্রণা থেকে মুক্তি এবং এটা একটা প্রযুক্তিগত কৃতিত্ব।
তিনি আরও বলেন, আমি সে সব পরিবারের কথাই ভাবছি, যারা এতদিন ধরে এমন একটা মুহূর্তের জন্য অপেক্ষা করেছিলেন।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্রের একটি প্রাইভেট কোম্পানির একটি নৌকা ভূমধ্যসাগরের ২৩৭০ মিটার গভীরতায় সাবমেরিনটি খুঁজে পায়। পানির নিচে চলাচলকারী ড্রোনের মাধ্যমে চালানো অনুসন্ধানে দেখা যায়, সাবমেরিনটি ভেঙে তিনটি খণ্ডে পরিণত হয়েছে।
সাবমেরিন লা মিনার্ভ ১৯৬৮ সালের জানুয়ারিতে দক্ষিণ ফ্রান্সের তৌলন পোর্টের কাছে নৌ মহড়া চালানোর সময় ডুবে যায়। ১৭ জানুয়ারীতে অদৃশ্য হয়ে যাওয়ার পর সাবমেরিনটি খুঁজে পেতে নিবিড় অনুসন্ধান চালিয়েছিল ফরাসি কর্তৃপক্ষ।
তখন শত শত ইঞ্জিন বোট, হেলিকপ্টার, বিমান এবং একটা ডুবো জাহাজের সমন্বয়ে গঠিত ফরাসি কিংবদন্তী সমুদ্রবিজ্ঞানী জ্যাকস কস্টিওর অনুসন্ধানী দলও লা মিনার্ভকে সনাক্ত করতে ব্যর্থ হয়।
এনএস/আরকে