ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

বরখাস্ত হওয়া দুদক পরিচালক এনামুল বাসির গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৬ এএম, ২৩ জুলাই ২০১৯ মঙ্গলবার

অবৈধভাবে তথ্য পাচার ও পুলিশের সাবেক ডিআইজি মিজানের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগে অভিযুক্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক খন্দকার এনামুল বাসিরকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল সোমবার রাত ১০টা ২০ মিনিটে রাজধানীর দারুসসালামের লালকুঠিতে তার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, তাকে রমনা থানায় নেওয়া হয়েছে। আজ তাকে আদালতে তোলার কথা রয়েছে।

এর আগে তাকে গ্রেফতার করতে রাজধানীর শাজাহানপুর, আজিমপুর সহ কয়েক জায়গায় অভিযান চালায় দুদুকের এনফোর্সমেন্ট টিম। পরে তাকে দারুসসালাম থেকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, ৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের ঘটনায় বাসির ও পুলিশের বিতর্কিত ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে ১৬ জুলাই মামলা দায়ের করে দুদক। ফরেনসিক পরীক্ষায় ঘুষ লেনদেনের সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

তদন্ত প্রতিদেন প্রকাশের পর এনামুল বাসিরকে দুদকের পরিচালকের পদ থেকে বহিষ্কার করা হয়।
 
এর আগের দিন দুদকের মামলায় আরেক আসামী পুলিশের সাবেক ডিআইজি মিজানুর রহমানকে গ্রেফতার দেখানো হয়। একদিন পর  এবার বাসিরকে গ্রেফতার করা হলো।

আই/