ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

সিরাজগঞ্জে সবুজ-পরিচ্ছন্ন ও নিরাপদ বিদ্যালয় ক্যাম্পেইন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪১ পিএম, ২৩ জুলাই ২০১৯ মঙ্গলবার

যমুনা নদী বেষ্ঠিত চর এলাকায় ভবিষ্যত প্রজন্মের জন্য জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবেলায় পরিচ্ছন্ন, সবুজ ও নিরাপদ সমাজ গঠনে সবাইকে সচেতন করতে জলবায়ুবান্ধব সবুজ, পরিচ্ছন্ন ও নিরাপদ বিদ্যালয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী উচ্চ বিদ্যালয় ও কলেজে অধ্যক্ষ হাজী আব্দুল খালেকের সভাপতিত্বে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।  

বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান মানব মুক্তি সংস্থার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের বিশ্বাস ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজহারুল ইসলাম। 

এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার এবং অন্যান্য সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ, এসএমসি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র-ছাত্রীরা। 

আমন্ত্রিত অতিথিগণ সবুজ, পরিচ্ছন্ন ও নিরাপদ বিদ্যালয় ও সমাজের প্রয়োজনীয়তা তুলে ধরে আগামী দিনে সবুজ পৃথিবী গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং শিশুদেরকে সঙ্গে নিয়ে বিদ্যালয় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপন ও সচেতনতামূলক নাটক উপস্থাপনের মাধ্যমে ক্যাম্পেইনটি সমাপ্ত করা হয়।

এনএস/কেআই