ভক্তদের জন্য নুসরাতের সুসংবাদ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:২৭ পিএম, ২৪ জুলাই ২০১৯ বুধবার | আপডেট: ১২:৩১ পিএম, ২৪ জুলাই ২০১৯ বুধবার
লোকসভা নির্বাচন, সাংসদ, বিয়ে নিয়ে ব্যস্ততার মধ্যেই ভক্তদের সংসংবাদ দিলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। বিয়ের পর এটাই তার প্রথম ছবি।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, দীর্ঘদিন পর আবার বড় পর্দায় অভিনয় করতে যাচ্ছেন 'খোকা-৪২০' খ্যাত এ অভিনেত্রী। পাভেলের পরিচালনায় ' অসুর' নামে একটি ছবিতে দেখা যাবে তাকে।
এই ছবিতে নুসরাতের বিপরীতে নায়ক হিসেবে থাকছেন কলকাতার সুপারস্টার জিৎ। এছাড়া আবির চট্টোপাধ্যায়কেও দেখা যাবে।
পাভেলের পরিচালনায় আগস্টেই শুরু হওয়ার কথা রয়েছে ছবিটির শুটিং। সবকিছু ঠিক থাকলে এ বছরের শেষেই মুক্তি পাবে 'অসুর'।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস