ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ধরলার ভাঙনে দিশেহারা কুড়িগ্রামের বাসিন্দারা

প্রকাশিত : ০৯:৪৭ এএম, ১৬ নভেম্বর ২০১৬ বুধবার | আপডেট: ০৯:৪৭ এএম, ১৬ নভেম্বর ২০১৬ বুধবার

ধরলার ভাঙনে দিশেহারা কুড়িগ্রামের মোগলবাসা ইউনিয়নের পাঁচটি গ্রামের বাসিন্দারা। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে পানি উন্নয়ন বোর্ডের ২শ’ মিটার তীর রক্ষা বাঁধ, শতাধিক ঘরবাড়ি ও কয়েক একর ফসলী জমি। ভাঙনে বাড়িঘর হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন-যাপন করছে শতাধিক পরিবার। পানি কমে যাবার পর থেকে রাক্ষুসী রূপ নিয়েছে ধরলা। গ্রাস করেছে মোগলবাসা বাজারের পাশে প্রায় ২শ’ মিটার তীর রক্ষা বাঁধ, ঘরবাড়ি ও ফসলী জমি। বাজার ছাড়াও হুমকির মুখে রয়েছে জেলা শহরের সাথে যোগাযোগের একমাত্র পাকা সড়ক, ইউনিয়ন পরিষদ ভবন, নিধিরাম, বাঞ্ছারাম ও কিসামত গ্রামসহ দুটি শিক্ষা প্রতিষ্ঠান। বার বার বাড়িঘর সরিয়েও নিস্তার পাচ্ছেন না অনেকে। আর জায়গা-জমি, সহায়-সম্বল হারিয়ে শতাধিক পরিবার খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে দুর্বিসহ। পানি উন্নয়ন বোর্ডসহ উপর মহলে বারবার যোগাযোগ করেও কোনো সাড়া মেলেনি বলে জানান স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকাবাসী। এদিকে সাময়িকভাবে ব্যবস্থা নেয়া হয়েছে দাবি করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, বরাদ্দ পেলে স্থায়ী ব্যবস্থা নেয়া হবে। ভাঙন রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়ার দাবি এলাকাবাসীর।