ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

‘অবৈধ সম্পর্কের’ অভিযোগে কুকুরকে তাড়িয়ে দিল মালিক!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৩২ পিএম, ২৪ জুলাই ২০১৯ বুধবার

প্রতিবেশীর সঙ্গে ‘অবৈধ সম্পর্কে’ জড়িয়ে পড়েছে। এর জেরে ক্ষিপ্ত হয়ে বাড়ি থেকেই বের করে দিয়েছে গৃহকর্তা। সম্প্রতি এই ঘটনা ঘটেছে ভারতের কেরালায়।

কি, এটুকু পড়ে ভড়কে গেলেন তো! যাবারই কথা। তবে ঘটনাটি কোন মানুষকে কেন্দ্র করে নয়। ঘটনার নায়ক একটি পোষ্য কুকুর। 

জানা গেছে, গত ২১ জুলাই রাতে কেরালার তিরুঅনন্তপুরমের চক্কাইয়ের ওয়ার্ল্ড মার্কেট রোডে দেখা মেলে তিন বছরের ওই কুকুরটির। পিপলস ফর অ্যানিমাল (পিএফএ)-র এক স্বেচ্ছাসেবী সাদা লোমশ কুকুরটিকে উদ্ধার করে নিয়ে যান নিজেদের আস্তানায়।

শামিম নামে ওই উদ্ধারকারী জানান, কুকুরটির গলা থেকে মিলেছে মালিকের লেখা একটি নোট। তাতে লেখা ‘ও খুবই ভাল কুকুর, ভাল স্বভাব, প্রচুর খাবার লাগে এমনটাও নয়। কোনও অসুখ নেই । শুধু সপ্তাহে পাঁচ দিন অন্তর গোসল করাতে হয়। গত তিন বছরে কাউকে কামড়ানোর রেকর্ড নেই। মোটের উপরে দুধ, বিস্কুট আর ডিম খায়।’

সেই নোটের সঙ্গে আরও লেখা রয়েছে বাড়ি থেকে বের করে দেয়ার কারণও। জানানো হয়েছে, প্রতিবেশীর কুকুরের সঙ্গে ‘অবৈধ’ সম্পর্কে জড়িয়ে পড়ার কারণেই কুকুরটিকে বের করে দেয়া হয়েছে।

এদিকে মালিকের এমন কাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন পশুপ্রেমীদের একাংশ। কেউ বলেছেন, প্রজনন ঋতুতে কুকুরদের এমন ব্যবহার অত্যন্ত স্বাভাবিক। যদি তার মালিক কুকুরটির প্রজননই আটকাতে চাইতেন, তাহলে কুকুরদের বন্ধ্যত্বকরণের চিকিৎসা করাতে পারতেন।

শামিম আরও জানান, সাধারণত অসুস্থ বা আহত কুকুরদের রাস্তায় ফেলে যেতে দেখেছেন তিনি। তবে এমন অদ্ভুত কারণে কুকুরকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার ঘটনা বিরল।

সূত্র: আনন্দবাজার।

এনএস/এসি