হিলিতে অভিযান চালিয়ে বিদেশী মদসহ আটক ৩
হিলি প্রতিনিধি
প্রকাশিত : ০৫:৫৪ পিএম, ২৪ জুলাই ২০১৯ বুধবার
দিনাজপুরের হিলিতে পৃথক অভিযান চালিয়ে বিদেশী মদ ও ফেন্সিডিলসহ তিন জনকে আটক করেছে পুলিশ ও বিজিবি।মঙ্গলবার দিবাগত রাতে হিলি সীমান্তের ফকিরপাড়া ও নওপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হল, হিলির নওপাড়া এলাকার এরশাদুল হকের স্ত্রী জান্নাতুল ফেরদৌস (২৪), হিলির ধরন্দা এলাকার মৃত রুস্তম শেখের ছেলে কোয়েল রানা (২২) ও উমেদ আলীর ছেলে মীর শহিদ (২৩)।
হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, ভারত থেকে ফেন্সিডিল এনে দেশের অভ্যন্তরে পাচারের উদ্দ্যেশে বসত বাড়িতে মজুদ করা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে এসআই রাকিব হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার সীমান্তবর্তী নওপাড়া গ্রামে এরশাদ আলীর বাড়িতে অভিযান চালায়।
এসময় ওই বাড়ির খড়ির ঘরের ভিতর থেকে অভিনব কায়দায় রাখা একটি বস্তা ও স্কুল ব্যাগের ভেতর থেকে ১'শ বোতল ফেন্সিডিল ও মাদক বহনের জন্য বাড়িতে রাখা একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
এ সময় মাদক রাখার দায়ে এরশাদুলের স্ত্রী জান্নাতুল ফেরদৌসকে আটক করা হয়। এদিকে খট্টামাধবপাড়া ইউনিয়নের চৌকিদার আবুল কাশেম সীমান্তের নয়ানগর এলাকায় অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
অন্যদিকে বিজিবি বাসুদেবপুর ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার দিবাগত ভোররাত সাড়ে ৫টায় হিলি সীমান্তের ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে দেশে প্রবেশের সময় ১৪ বোতল বিদেশী মদ ও ১১৩ বোতল ফেন্সিডিলসহ কোয়েল ও মীর শহিদ নামের দুজনকে আটক করে। পরে এ ঘটনায় ৩ জনকে পলাতক ও আটককৃতদের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।
এনএম/কেআই