ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২১ ১৪৩১

নারীর ভাবনা ও সিদ্ধান্ত গ্রহনে নেতিবাচক প্রভাব পড়ছে

প্রকাশিত : ০৫:১৪ পিএম, ১৬ নভেম্বর ২০১৬ বুধবার | আপডেট: ০৫:১৪ পিএম, ১৬ নভেম্বর ২০১৬ বুধবার

কর্মস্থল, পরিবারসহ সমাজের সকল পর্যায়েই নারীর প্রতি বৈষম্য চলছে। এ’সব কারণে নারীর ভাবনা ও সিদ্ধান্ত গ্রহনে নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানিয়েছেন কর্মজীবী নারীরা। মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণে নারী শ্রমিক শীর্ষক সেমিনারে এসব কথা জানান কর্মজীবী নারীরা। শ্রমের শর্তানুযায়ি সুবিধা এবং আর্থিকভাবে ক্ষতির শিকার হচ্ছেন বলেও জানান তারা। পাশাপাশি কর্মস্থলে নিরাপত্তাহীনতার কথাও জানান কর্মজীবী নারীরা। সমস্যা সমাধানে সমাজের সকল স্তরে নারীর প্রতি দৃষ্টিভঙ্গী পরির্বতনের আহ্বান জানান কর্মজীবী নারীরা।