ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২১ ১৪৩১

সংঘর্ষ ও সাঁওতালদের ঘরবাড়িতে আগুন দেয়ার ঘটনায় চিকিৎসাধীন ২আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ

প্রকাশিত : ০৫:০৮ পিএম, ১৬ নভেম্বর ২০১৬ বুধবার | আপডেট: ০৫:০৮ পিএম, ১৬ নভেম্বর ২০১৬ বুধবার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সংঘর্ষ ও সাঁওতালদের ঘরবাড়িতে আগুন দেয়ার ঘটনায় করা মামলায় চিকিৎসাধীন দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে দিনাজপুরের কুচাপাড়ার বিমল কিসকু ও রংপুরের বদরগঞ্জের চরণ সরেনকে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে হাজির করেন। পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এএসএম তাসকিনুল হক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সংঘর্ষের ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় দায়ের করা মামলায় পুলিশ ৪ জনকে আটক করে। একজনকে আগেই কারাগারে পাঠানো হয়েছে। একজন ঢাকায় চিকিতসাধীন আছে। আর বাকী দুজন রংপুরে চিকিৎসা নিচ্ছিল। ওই দুইজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।