নারীর অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা দূর করতে প্রয়োজন শক্ত মনোবল, সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন
প্রকাশিত : ১১:১২ পিএম, ৫ মার্চ ২০১৬ শনিবার | আপডেট: ১১:১২ পিএম, ৫ মার্চ ২০১৬ শনিবার
নারীর অগ্রযাত্রায় যে সকল প্রতিবন্ধকতা রয়েছে তা দূর করতে প্রয়োজন শক্ত মনোবল, সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন।
সন্ধ্যায় রাজধানীর অফিসার্স ক্লাবে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রোটারি ক্লাব আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এ’সব কথা বলেন। তারা বলেন, নারীরা মুক্তিযুদ্ধে যেমন সক্রিয় থেকে দেশ স্বাধীন করেছিলো, তেমনি এখনও পিছিয়ে নেই। তবে, নারীর এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যে সকল প্রতিবন্ধকতা রয়েছে, তা দূর করতে প্রয়োজন সকলের সম্মিলিত প্রচেষ্টা। অনুষ্ঠানে ১০ জন নারী মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন পেশায় সফল নারীদের বিশেষ সম্মাননা দেয়া হয়।