শাহ আমানত বিমানবন্দরে মিললো ৬৪ সোনার বার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:১৫ পিএম, ২৫ জুলাই ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ০৯:৩৮ পিএম, ২৫ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
শাহ আমানত বিমানবন্দরে মিললো ৬৪ সোনার বার উদ্ধার
চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৪ টি সোনার বার উদ্ধার করেছেন কাস্টমস কর্মকর্তারা। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৯টার দিকে বিমানবন্দরে এয়ারক্রাফটে যাওয়া-আসার গাড়ি থেকে একটি প্যাকেটের ভেতর কালো টেপ দিয়ে মোড়ানো ৬৪টি সোনার বার উদ্ধার করা হয়।
বিমানবন্দরের ম্যানেজার সারওয়ার-ই-জামান এ তথ্য জানিয়েছেন। তবে কে বা কারা এই সোনার বারগুলো ওই গাড়িতে রেখেছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, এয়ারক্রাফটে যাওয়া-আসার রিজেন্ট এয়ারের একটি গাড়ি থেকে সোনাগুলো উদ্ধার করা হয়। গাড়িটির একটি সিটের পাশে একটা প্যাকেটে সোনার বারগুলো পাওয়া যায়। কে বা কারা এই সোনার বারগুলো নিয়ে এসেছেন এটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। কাস্টমস কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখছেন।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে ছয়টি দেশ থেকে ফ্লাইট এসেছে শাহ আমানতে। কোন দেশ থেকে বা কোন ফ্লাইটে সোনার বারগুলো আনা হয়েছে এটা নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার হওয়া সোনাগুলোর ওজন প্রায় সাড়ে ছয় কেজি।
টিআর/