ঢাকা, শুক্রবার   ২৭ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১২ ১৪৩১

সাভারে মবিল কারখানায় আগুন, ২ দমকল কর্মী আহত

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১১:০৩ পিএম, ২৫ জুলাই ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ১১:২৫ পিএম, ২৫ জুলাই ২০১৯ বৃহস্পতিবার

রাজধানী ঢাকার উপকন্ঠ সাভারের হেমায়েতপুরে একটি পোড়া মবিল প্রক্রিয়াজাতকরণ কারখানায় লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে মবিল কারখানার ওই আগুন নিয়ন্ত্রণে আসে। 

এর আগে দুপুর আড়াইটার দিকে হেমায়েতপুরের সিরাজ মুন্সীর মালিকানাধীন নাসরিন অটোমবিল কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

আগুন লাগার খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও রাজধানীর কল্যাণপুরের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়। পরে রাজধানীর মিরপুরসহ আশপাশের স্টেশন থেকে আরও কয়েকটি ইউনিটসহ মোট ৬টি ইউনিট দেড় ঘন্টা চেষ্টা চালানোর পর নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ভয়াবহ এ অগ্নিকাণ্ড। 
  
এদিকে, অগ্নিকাণ্ডে ওই কারখানার বয়লার বিস্ফোরণে দুই দমকল কর্মী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, এর আগেও ওই কারখানায় আগুন লেগে বেশ কয়েকজন শ্রমিক দগ্ধ হয়। তাই কারখানাটি অবিলম্বে সরিয়ে নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

ফায়ার সার্ভিস জানায়, একতলা বিশিষ্ট টিনশেডের ওই মবিল প্রকিয়াজাতকরণ কারখানায় হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে তারা ফায়ার সার্ভিসে খবর দিলে সাভার থেকে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে কল্যাণপুরের একটি ইউনিটসহ আরও ৩টি ইউনিট আগুন চেষ্টা চালায়। 

তবে আগুনে ওই কারখানার বয়লার বিস্ফোরণ হলে আগুনের তীব্রতা বেড়ে যায়, এতে করে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকাল বাহিনীর সদস্যদের। বয়লার বিস্ফোরণের সময় আগুন নেভাতে কর্মরত দুই দমকল কর্মী আহত হন। তাদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এনএস/